রাকসু নির্বাচনে ভোট শেষ, ৭০% ভোটের আশা উপাচার্যের
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩০, ১৬ অক্টোবর ২০২৫

উৎবসবমুখর পরিবেশেই শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ। আনন্দ উদ্দীপনা নিয়ে হাসিমুখে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত।
ভোট দিতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জমে উঠেছিল আড্ডা। শিক্ষার্থীরা দলবেঁধে ভোট দিয়েছেন। মেতেছিলেন আড্ডায়। এখন অপেক্ষা ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে।
এবারের নির্বাচনে ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুবেরী ভবনে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলোতে নির্বাচন হয়েছে সেগুলোতে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করতে পারি ওই অনুপাতেই ভোট কাস্ট হতে পারে। তার বেশি হলে তো ভালো।
ছোটখাট কিছু অভিযোগ ছাড়া বলা চলে নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপুর্ণ পরিবেশেই শেষ হয়েছে। তবে কিছু প্যানেল সুনির্দিষ্ট কিছু অভিযোগ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল।
সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করেছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।