বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৫, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:২১, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন, যা গত বছরের তুলনায় অর্ধেকের বেশি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে ফল জানতে পারবে। অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে। এছাড়া এসএমএসে ফল জানতে মোবাইলে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর, তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।

ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। কোনো শিক্ষা বোর্ড বা অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন