এইচএসসি ফল প্রকাশ
সর্বনিম্ন পাসের হার কুমিল্লায়
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৬, ১৬ অক্টোবর ২০২৫

এবার দেশের সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে, ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫, এবার তা কমেছে প্রায় ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২ এবং ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮।
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ পরীক্ষার্থী। গত বছরের এই সংখ্যা ছিল ৭ হাজার ৯২২ জন।
এই বোর্ডে ছয়টি জেলার মধ্যে নোয়াখালীতে পাসের হার সবচেয়ে কম। আর সব সূচকেই মেয়েরা এগিয়ে আছেন ছেলেদের তুলনায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এবারের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম বলেন, ‘চলতি বছর পরীক্ষার্থীদের ইংরেজি ও উচ্চতর গণিতে পাসের হার কম। এর পেছনে শিক্ষকদের দক্ষতারও কিছু ঘাটতি থাকতে পারে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। ফল খারাপ হওয়া প্রতিষ্ঠানগুলোর পেছনের কারণ জানার চেষ্টা করা হবে।’
এবছর ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৬৪ দশমিক ৬২ ও সর্বনিম্ন কুমিল্লা শিক্ষা বোর্ডে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ৮৬। এরপর বরিশালে পাসের হার ৬২ দশমিক ৫৭, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ ও যশোর ৫০ দশমিক ২০।