বিজিবি’র অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ রোহিঙ্গা আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৮, ১৬ অক্টোবর ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজুপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ লিটার বাংলা মদসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় মাদক বহনের দায়ে একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা মোঃ সোবহানের ছেলে নূর মোহাম্মদ (১৮),একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত জিয়াউল হকের ছেলে নূরুল আবছার (১৮)ও উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইষ্ট এর বাসিন্দা শামসুল আলমের ছেলে আক্তার ফারুক (১৮)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুপাড়া বিওপি’র অধীনস্থ একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪১/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন,‘বিজিবি শুধু সীমান্ত পাহারার কাজই করছে না, পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’