শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ধোঁয়ায় অন্ধকার সিইপিজেড

কেমিক্যাল বিস্ফোরণে দাউদাউ আগুনে পুড়ছে কারখানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৯, ১৬ অক্টোবর ২০২৫

কেমিক্যাল বিস্ফোরণে দাউদাউ আগুনে পুড়ছে কারখানা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এখন এক টুকরো অগ্নিগর্ভ। বিকেল থেকে শুরু হওয়া ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টা পেরিয়ে রাতেও নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার ঘন কুণ্ডলিতে চারপাশ অন্ধকারাচ্ছন্ন, আর কেমিক্যাল মজুদের কারণে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো এলাকা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি নয়তলা কারখানার সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় দুপুর ২টার দিকে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা পর্যন্ত। আগুন লাগার খবর পাওয়ার দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে নৌ ও বিমানবাহিনীর ইউনিটও উদ্ধার ও নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, “আগুনের উৎস এখনো শনাক্ত করা যায়নি। হতাহতের কোনো খবর নেই। নৌবাহিনীর ছয়টি ও বিমানবাহিনীর একটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে কাজ করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেমিক্যাল ও সলভেন্ট থাকায় আগুন লাগার পর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। প্রতিটি তলাতেই আগুন ছড়িয়ে পড়ায় ভবনটি অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। সন্ধ্যার পর আগুন আরও ভয়াবহ রূপ নেয়।

কারখানাটিতে রেইনকোট, মেডিকেল এক্সেসরিজসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করা হয়। এটি একটি দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। এক পাশে পেনিনসুলা এবং অন্য পাশে স্মার্ট জ্যাকেট নামের দুটি পোশাক কারখানা থাকায় আশপাশের স্থাপনাগুলোতেও আতঙ্ক বিরাজ করছে।

প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের মধ্যে অধিকাংশই সময়মতো নিচে নামতে পেরেছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কে দৌড়ে ভবন ত্যাগ করেন। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হয়, পরে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

রাত সাড়ে ৭টার দিকে দেখা যায়, পুরো ভবন আগুনে দাউদাউ করছে। আগুনের শিখায় রাতের আকাশ লাল হয়ে উঠেছে, আর ঘন ধোঁয়ায় এলাকা ঢাকা পড়ে গেছে। উৎসুক জনতা ভবনের আশপাশে ভিড় করায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন