কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১:২৯, ১৬ অক্টোবর ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের ৬৬৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গোপনে এসব সরকারি চাল বিক্রির চেষ্টা চলছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদামঘর ও ভ্যানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
অভিযানে ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদ নবীর তত্ত্বাবধানে জব্দকৃত চালগুলো খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রস্তুতি চলছে।
প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।