শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৯, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম নাজিম উদ্দিনের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শওকত মার্কেটের তৃতীয় তলায় জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—ইফতেখারুল আলম রিপন, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার অর্থি, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলু, সদস্য মো. বাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘নজরুল ইসলাম খানসহ অসুস্থ নেতারা দেশের শ্রমিকদের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাদের সুস্থতা জাতির জন্য আশীর্বাদ।’
অনুষ্ঠানের শেষে অসুস্থ তিন নেতার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
 

আরও পড়ুন