মার্কিন দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৮, ১৬ অক্টোবর ২০২৫

ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সার্জিও গোরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লুৎফে সিদ্দিকী বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আজ হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তার অফিসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
লুৎফে সিদ্দিকীর বক্তব্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, বিশেষ করে শ্রম ও আন্তর্জাতিক সম্পর্ক, এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
এ ছাড়া উভয়পক্ষ ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং সরকার ও কূটনৈতিক মহলের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল সক্রিয় রাখার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেছেন।
লুৎফে সিদ্দিকী আরও জানান, “আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে রাষ্ট্রদূত গোর ইতিবাচক মন্তব্য করেছেন। আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং যথাসময়ে ঢাকায় তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”উল্লেখযোগ্য যে, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় মার্কিন প্রশাসন।
এই বৈঠককে কূটনৈতিক মহল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে।