শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষর না করার ব্যাখ্যা দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৩, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫৬, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদে স্বাক্ষর না করার ব্যাখ্যা দিল এনসিপি

ফাইল; ছবি

বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ অবশেষে স্বাক্ষরিত হয়েছে। তবে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে স্বাক্ষর করেনি। শুধু তাই নয়, দলটি শুক্রবার অনুষ্ঠিত মূল স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি।

শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন দলটির এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন,“জুলাই সনদের আইনি ভিত্তি নেই এবং বাস্তবায়নের কোনো স্পষ্ট পদ্ধতি বা কাঠামো দেখানো হয়নি। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এমন একটি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।”

সংবাদ সম্মেলনে আখতার হোসেন আরও বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তাই বাস্তবায়ন রূপরেখা ছাড়া কোনো প্রতিশ্রুতিতে স্বাক্ষর দেওয়া জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন,“এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার কাগজ মনে করে না। এটি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। কিন্তু সেই পুনর্জাগরণকে

অর্থবহ করতে হলে আইনি ও সাংবিধানিক ভিত্তি অপরিহার্য।”
আখতার হোসেন এসময় জুলাই যোদ্ধাদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদে স্বাক্ষরের আগে তারা এর বাস্তবায়ন আদেশ, গণভোট প্রক্রিয়া এবং সংবিধান সংশোধন–সংক্রান্ত কাঠামোগত ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চায়। এসব বিষয় নিশ্চিত হওয়ার পরই এসসিপি আনুষ্ঠানিকভাবে সনদে যোগ দেবে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“আমরা সনদের বিরোধিতা করছি না। বরং চাই, এটি যেন জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়। রাজনৈতিক সুবিধা নয়, জনগণের অধিকার ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক হোক জুলাই সনদ।”

জুলাই সনদে অংশ না নেওয়া এনসিপি ছাড়াও কয়েকটি ছোট দলও এখনো স্বাক্ষর করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, এই সনদই বাংলাদেশের স্বৈরতন্ত্রমুক্ত গণতান্ত্রিক রূপান্তরের কেন্দ্রীয় রূপরেখা, যেখানে অংশগ্রহণই ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি জানিয়েছে, দলটি ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার আইনি ভিত্তি নিশ্চিত করতে চায়। বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশের পরই তারা আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন