জুলাই সনদ নিয়ে এনসিপির পরবর্তী পদক্ষেপ জানালেন আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৪২, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:০৮, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান স্পষ্ট করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানিয়েছেন, সনদের অমীমাংসিত দিকগুলো সমাধান না হলে এনসিপি “জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।”
শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আখতার হোসেন বলেন, “সনদের অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের কাছ থেকে নিশ্চয়তা চাইছিলাম। কিন্তু বাস্তবায়নের পথ অনুল্লেখ থেকে গেছে, সেখানে ধোঁয়াশা রয়ে গেছে। এই অবস্থায় আমাদের অর্জন বিফলে যেতে পারে—তাই আমরা আজকের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিইনি।”
তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে—এই সময়ের মধ্যেই এনসিপি সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ, বিরোধপূর্ণ দিকগুলোর সমাধান এবং পরিষ্কার খসড়া আদেশ দেখতে চায়।
আখতার বলেন, “ভবিষ্যতে যখন রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তখন যেন ২০২৬ সালকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয়—এ দাবিও আমরা জানিয়ে দিয়েছি।”
এনসিপি সদস্য সচিব বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে দলটি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি হাতে নেবে।
“আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, তা টেকসইভাবে বাস্তবায়ন করতে চাই। এজন্য ড্রাফট আদেশ, গণভোটের ফয়সালা এবং নোট অব ডিসেন্টের জায়গাগুলো পরিষ্কার করতেই কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব,”—বলেন আখতার হোসেন।