জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি: তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৮, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫১, ১৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা জুলাই সনদের মূল কাঠামোতে একমত হয়েছি, কিন্তু এর আইনি ভিত্তি এখনো নিশ্চিত হয়নি। সরকারের উচিত তা দ্রুত কার্যকর করা।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, ‘সনদে স্বাক্ষর করা হলেও, তা কেবল প্রতিশ্রুতির পর্যায়ে আছে। আইনগত স্বীকৃতি না পেলে এর বাস্তব প্রয়োগ অসম্পূর্ণ থেকে যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার মাধ্যমে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, তা দ্রুত আইনি রূপ দিতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি সরকার ডিলে (বিলম্ব) করে বা অন্য কোনো চিন্তা করে, তাহলে সেটা জুলাই সনদের চেতনার সঙ্গে জাতির গাদ্দারি হিসেবে বিবেচিত হবে। এমন অবস্থায় নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’
জামায়াতের নায়েবে আমিরের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একমত হলেও, বাস্তবায়ন প্রক্রিয়া কত দ্রুত এবং কীভাবে শুরু হয়, তা-ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।