শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান এবি পার্টির 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৬, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান এবি পার্টির 

আজ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন এবি পার্টির নেতৃবৃন্দ। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সনদে স্বাক্ষর প্রদানের আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন।

তিনি বলেন, `আশাকরি সংশয় ও সংকট কেটে যাবে। ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।‘

মঞ্জু উল্লেখ করেন, বিএনপি, জামায়াত ও এনসিপি—এই তিন দল সরকারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তাদের `ইগো’ বা অহমবোধ ঐক্য ও সহযোগিতার পথে অন্তরায় সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

চেয়ারম্যান মঞ্জু বলেন, `বিএনপি দেশের সবচেয়ে বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে—এটা তাদের অভিজ্ঞতা, কিন্তু একই সঙ্গে তাদের ‘ইগো’। জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, দমন-নিপীড়ন সহ্য করেও স্থির থেকেছে, জনপ্রিয়তা বাড়ছে—এটাই তাদের ‘ইগো’। আর এনসিপি, যারা জুলাই অভ্যুত্থানের শীর্ষ হিরো—তাদের সাফল্যও তাদের মধ্যে ‘ইগো’র জন্ম দিয়েছে।‘
তিনি বলেন, এই তিন দলেরই উচিত হবে জাতীয় স্বার্থে আত্মঅহম পরিহার করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা।

এবি পার্টির পক্ষে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করেন।

দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রফেসর ডা. ওহাব মিনার, আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান প্রমুখ।
 

আরও পড়ুন