শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

শিগগিরই বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৯, ১৭ অক্টোবর ২০২৫

শিগগিরই বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“ম্যাডামের সার্বিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে আসার সময়ের তুলনায় অনেকটা ভালো আছেন।”

ডা. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন মেডিকেল টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অতি শিগগিরই বাসায় ফিরবেন।

এর আগে ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)-এর নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতৃবৃন্দকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ডা. জাহিদ হোসেন।

আরও পড়ুন