শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৬, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়াকে “জাতির জন্য লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিক সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের দিনেও যখন জুলাই যোদ্ধারা রাস্তায় নেমেছেন, তখন তাদের ওপর পুলিশের লাঠিচার্জ হয়েছে—এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে অনেকের দাবি মেনে নেওয়া হলেও জুলাই যোদ্ধাদের প্রতি অবিচার করা হচ্ছে। তাদের বঞ্চিত করা হচ্ছে—এটা ঠিক নয়।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলাম ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। তাই জুলাই আন্দোলনের কর্মীদের কষ্ট তারাই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে।

তিনি আরও বলেন, “জামায়াত কখনও প্রতিশোধের রাজনীতি করেনি। জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়নি। আমরা অপরাধকে সমর্থন করি না, সুযোগ থাকলেও কোনো অপরাধে লিপ্ত হইনি, এবং ভবিষ্যতেও হতে দেব না।”

জুলাই সনদ স্বাক্ষরের দিন জামায়াতের পক্ষ থেকেও অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে একই দিনে রাস্তায় তাদের কর্মীরা পুলিশের হাতে মার খাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলীয় প্রধান।

আরও পড়ুন