শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

লালনের দর্শনেই মুক্তির পথ, বলছে জাসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩০, ১৭ অক্টোবর ২০২৫

লালনের দর্শনেই মুক্তির পথ, বলছে জাসদ

মহাত্মা লালনের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ (শুক্রবার) এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, বাঙালি জাতির আধুনিক জাতীয়তাবোধ, জীবনবোধ ও সাংস্কৃতিক পরিচয় নির্মাণে মহাত্মা লালন ছিলেন এক মহান দার্শনিক। অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে তিনি মানবতাবাদ, সাম্য ও মুক্তচিন্তার যে দর্শন প্রচার করেন, তা আজও বাঙালির প্রগতিশীল চেতনার অন্যতম ভিত্তি।

বিবৃতিতে জাসদ জানায়, “দশম শতক থেকে সূচিত বাঙালির প্রগতিশীল চিন্তাজগতে পরবর্তীকালে মহাত্মা লালন মানবতাবাদ ও সাম্যবাদের শক্তিশালী দার্শনিক ভিত্তি প্রদান করেন। তাঁর ভাবনা শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং মানবমুক্তি, সামাজিক সাম্য ও বৈষম্যহীন সমাজ নির্মাণের দিকনির্দেশনা দিয়েছিল।”

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, যখন ‘দ্বি-জাতি তত্ত্ব’-এর পরাজিত ধ্বংসাবশেষ নতুনভাবে মাথাচাড়া দিয়ে জনজীবনে সাম্প্রদায়িকতা, ভেদ-বৈষম্য ও জঙ্গিবাদ চাপিয়ে দিতে চাইছে, তখন মহাত্মা লালনের শিক্ষা আবারও মুক্তিযুদ্ধের চেতনা ও মানবমুক্তির সংগ্রামে নতুন প্রেরণা জোগায়।

বিবৃতিতে দলটি আহ্বান জানায়— “পরাজিত দ্বি-জাতি তত্ত্বের পুনরুত্থান ও পুনর্বাসনকারীদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে পরিচয়নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। মহাত্মা লালনের মানবতাবাদী ও সাম্যবাদী দর্শনের আলোকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে, যাতে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা যায়।”

আরও পড়ুন