ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হলো আজ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এ স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যত দেশের প্রধান বিরোধী দলের আনুষ্ঠানিক সমর্থন পেল, যা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ববর্তী জাতীয় ঐক্যের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
তবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষরের ঘোষণা থাকলেও এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেয়নি। এনসিপি সূত্র জানিয়েছে, কিছু ধারা নিয়ে তাদের আপত্তি থাকায় তারা আপাতত দূরে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছিল, তারা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করবে না। তবে শেষ মুহূর্তে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সনদে স্বাক্ষর করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির স্বাক্ষর বাংলাদেশের অন্তর্বর্তী রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে এবং জুলাই অভ্যুত্থানের পর থেকে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, তা আরও বেগবান করবে।