শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০১, ১৮ অক্টোবর ২০২৫

মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জের চুনারুঘাটে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছে বিজিবি ও পুলিশ। রাতের আঁধারে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ফাঁদ পাতলেও নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতায় তা ব্যর্থ হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি জানতে পারে, একদল ডাকাত সড়কে গাছ কেটে অবরোধ তৈরি করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদর থেকে দ্রুত বার্তা পাঠানো হয় সীমান্ত সংলগ্ন তেলিয়াপাড়া বিওপিতে। এরপর হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল পিকআপযোগে ঘটনাস্থলে পৌঁছে যায়।

একই সময়ে মাধবপুর থানার হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে একটি পুলিশ দলও সেখানে যোগ দেয়। বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান এবং স্থানীয়দের সহযোগিতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতি রোধ করা সম্ভব হয়।

পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় সড়কের ওপর পড়ে থাকা গাছের অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তবর্তী প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন