শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ইশরাক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৫, ১৭ অক্টোবর ২০২৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ইশরাক

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, `আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো পরিস্থিতিতেই এ চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। জনগণ নির্বাচন চায়, তাই নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে।‘

শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে বিএনপি-ঘনিষ্ঠ চিকিৎসক সংগঠন ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ডা. সরকার শামীমের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, `ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে যে মিথ্যাচার চালিয়েছে, তার একটিও প্রমাণ করতে পারেনি। বরং তারা দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। তাই জনগণ তাদের বিদায় দিয়েছে। এখন তারা দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের নতুন চক্রান্তে লিপ্ত। কিন্তু বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।‘

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক বলেন, `১৯৭১ সালের ২৫ মার্চ আওয়ামী লীগের সব নেতাকর্মী পালিয়ে গিয়েছিল। সেই সময় পাকিস্তানি এক সিনিয়র অফিসারকে হত্যা করে চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করেছিলেন মেজর জিয়াউর রহমান। তখনই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। এটাই প্রকৃত ইতিহাস। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা গত ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে আসছে, যা এখন জনগণ বুঝে গেছে।‘

তিনি আরও অভিযোগ করেন, `তারা ১৭ বছরে দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ৩০ লাখ কোটি টাকা দুর্নীতি করেছে। বিদেশে পাচার করেছে বিপুল অর্থ। সাবেক ভূমিমন্ত্রীর শুধু বিদেশেই ৮০০ বাড়ির সন্ধান পাওয়া গেছে। এইভাবে দেশটাকে অচল বানিয়ে দিয়েছে। তাই এই দেশকে আবার ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে।‘

জনগণের উদ্দেশে ইশরাক আহ্বান জানান—`দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হোন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিন। বিজয় হবে জনগণের।‘

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, বিএনপি নেতা অ্যাড. মফিজুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ সারাবিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষর করলো বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দল ও জোট প্রতিনিধিরা
ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু