আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন আলফু মিয়া
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৪, ১৭ অক্টোবর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত পাথর লুটপাট মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ওই সময় আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহে উপস্থিত ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার ও সাংবাদিক বৃত্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানির সময় হাতকড়া পরা অবস্থায়ই আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়নের মোবাইল ফোন কেড়ে নেন। একইসঙ্গে তার ছেলে সাংবাদিক বৃত্তের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেন। এতে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাংবাদিক নয়ন সরকার বলেন, ‘আমি আদালতের কাজের ছবি তুলছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা করে। এরপর আলফু মিয়া নিজেই আমার মোবাইল ফোনটি কেড়ে নেয়। পুলিশ সব দেখেও চুপ থাকে।’
আইনজীবী ময়নুল হক বুলবুল ঘটনাটিকে ‘আইনের শৃঙ্খলার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিকে হাত খোলা অবস্থায় আদালতে কেন আনা হলো? এটি আইনি প্রক্রিয়ার সুস্পষ্ট লঙ্ঘন।’
ঘটনার পর সাংবাদিক নয়ন সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেছেন, আদালতের মতো সংবেদনশীল জায়গায় পুলিশের উপস্থিতিতে এমন হামলা উদ্বেগজনক দৃষ্টান্ত তৈরি করেছে। তারা আলফু মিয়া ও তার ছেলের বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।