শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৪, ১৭ অক্টোবর ২০২৫

প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে বারমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার সরকারের (৫৭) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্ত্রী শেলি সরকার (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতে সোপর্দের পর বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে নিহতের বড় বোন ফুলন রানী দাস বাদী হয়ে দুর্গাপুর থানায় শেলি সরকারকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, চন্দন কুমার সরকার ব্যক্তিজীবনে নিঃসন্তান ছিলেন এবং ভাইয়ের মেয়েকে লালনপালন করতেন। তার স্ত্রী শেলি সরকারের সঙ্গে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। অভিযোগ রয়েছে, শেলি সরকার প্রায়ই স্বামীকে মারধর করতেন এবং এ বিষয়ে চন্দন সম্প্রতি কয়েকজন বন্ধুর কাছে নিজের অশান্তির কথা জানিয়েছিলেন।

গত ৯ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে শেলি সরকার ক্ষিপ্ত হয়ে চন্দনকে বেধড়ক মারধর করেন এবং তাকে বিষাক্ত পদার্থ পান করান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় মারা যান।

পরদিন ১৫ অক্টোবর ময়নাতদন্ত শেষে তার মরদেহ দুর্গাপুর মহাশ্মশানে দাহ করা হয়। এরপর একই রাতে ফুলন রানী দাস হত্যা মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শেলি সরকারকে আটক করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘হত্যা মামলার সুনির্দিষ্ট অভিযোগে আসামি শেলি সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

চন্দন কুমার সরকারের অকাল মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বারমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন