জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, বলল সিঙ্গাপুর পুলিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:১৪, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:১৬, ১৮ অক্টোবর ২০২৫

হঠাৎ প্রয়াণে স্তব্ধ আসাম, শোকে ভাসছে সংগীতপ্রেমীরা। জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে ভারতজুড়ে চলছে তীব্র আলোড়ন। মৃত্যুর কারণ ঘিরে উঠছে নানা প্রশ্ন, অভিযোগ, গুজব। অবশেষে মুখ খুলেছে সিঙ্গাপুর পুলিশ—জানিয়েছে, প্রাথমিক তদন্তে ‘কোনও অস্বাভাবিকতা বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।’
সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে জানায়, “জুবিন গার্গের মৃত্যুতে কোনও অপরাধমূলক বা সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।”
তবে এখানেই তদন্ত শেষ নয়। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাস ধরে তদন্ত অব্যাহত থাকবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পুনর্বিবেচনা করা হবে। পরে একটি চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে তারা।
এই ঘটনার পর থেকেই জুবিনের জন্মভূমি আসামে চলছে বিক্ষোভ। গায়কের মৃত্যুতে দায়ীদের গ্রেপ্তার করে ‘জনগণের হাতে তুলে দেওয়ার’ দাবি তুলেছে কয়েকটি সংগঠন। বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।
সিঙ্গাপুরে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। সেখানেই তার আকস্মিক মৃত্যু হয়। সংগীতজগতে শোকের ছায়া নেমে আসে।
সহশিল্পী ও ভক্তরা সামাজিকমাধ্যমে শোকবার্তা জানিয়ে বলছেন, তদন্ত সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গাপুর পুলিশ কোনও সিদ্ধান্তমূলক মন্তব্য করছে না। তারা জানিয়েছে, ময়নাতদন্তের দ্বিতীয় ধাপ শেষ হলে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে।