সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

গুলশানে সাংবাদিক নির্যাতন, ফখরুলের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৪৬, ১৯ অক্টোবর ২০২৫

গুলশানে সাংবাদিক নির্যাতন, ফখরুলের দুঃখপ্রকাশ

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামকে কার্যালয়ের একাধিক স্টাফ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সাংবাদিক জাহিদুল ইসলাম মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় হঠাৎ তিন-চারজন স্টাফ তাকে টেনে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও প্রেস কার্ড ছিনিয়ে নেন এবং বেধড়ক মারধর করেন।

জাহিদুল ইসলাম বলেন,“আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে মুছে ফেলব। কিন্তু কোনও কথা না শুনেই তারা আমাকে টেনে নিয়ে যায়, ফোন ভেঙে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে বাইরে বের করে দেয়।”

ঘটনাকালে জাগো নিউজ, ডেইলি স্টার ও নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকরাও হেনস্তার শিকার হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সমাজকালকে জানান,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।”

অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন,“এটি অনভিপ্রেত ঘটনা। যারা দায়ী, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর বিএনপি বিট কাভার করা সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন প্রতিবেদককে রক্তাক্ত করা, মোবাইল ফোন ভাঙচুর ও পরিচয়পত্র কেড়ে নেওয়াকে তারা গণমাধ্যমের ওপর হামলা হিসেবে দেখছেন। এ নিয়ে সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে প্রতিবাদ কর্মসূচি দেওয়ার আলোচনা চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরার আগ মুহূর্তে এমন ঘটনার মধ্য দিয়ে দলের ভিতরে শৃঙ্খলা-সংকট ও ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কেউ কেউ মনে করছেন, গুলশান কার্যালয়ে “কে কার চেয়ে প্রভাবশালী” সেই প্রতিযোগিতাই এই সহিংসতার জন্ম দিয়েছে।

মির্জা ফখরুলের দুঃখপ্রকাশ

শনিবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাটিকে “আকস্মিক ও ভুল বোঝাবুঝি” বলে মন্তব্য করেন। তিনি বলেন,“গুলশান কার্যালয়ে সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

ফখরুল আরও বলেন,“গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন