ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২১:৪৯, ১৩ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩–এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসকের এই সিদ্ধান্তে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা জানান, সংশ্লিষ্ট পত্রিকাগুলোর ২য় ও ৩য় পাতায় একই ধরনের সংবাদ ও ছবি ছাপানো হয়, যা আইনের পরিপন্থী।
বাতিল হওয়া পত্রিকাগুলো হলো—দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষাণের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।
গত ১০ ও ১৩ এপ্রিলে প্রকাশিত সংখ্যাগুলোর ২য় ও ৩য় পাতায় একই সংবাদ ও চিত্র প্রকাশের অভিযোগ ওঠে। পরে জেলা প্রশাসন ১৬ এপ্রিল ১৩ পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
প্রকাশকরা ব্যাখ্যায় জানান, এটি `বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থার সমস্যাজনিত অনাকাঙ্ক্ষিত ভুল’। কিন্তু জেলা প্রশাসন সেটি `গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করে।
এরপর ১৮ মে জেলা প্রশাসকের কার্যালয়ের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্ত চালান। তদন্তে প্রমাণিত হয়, উল্লিখিত পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানায় মুদ্রিত হচ্ছিল না।
ফলে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩–এর ১০ ধারায় তাদের ঘোষণাপত্র বাতিল করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন—`গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল প্রকাশিত সংস্করণে সব প্রতিবেদনের ভাষা ও বিন্যাস একই ছিল। এটি আইনের লঙ্ঘন। তাই তদন্ত শেষে ১১ পত্রিকার ঘোষণা বাতিল করা হয়েছে।‘
স্থানীয় সাংবাদিক সমাজে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এটি প্রশাসনের কঠোর কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ—যা মুদ্রণশিল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। আবার কেউ কেউ মনে করছেন, `যথাযথ শুনানি ও সুযোগ না দিয়েই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩–এর ৪, ৭ ও ১০ ধারায় বলা হয়েছে—অনুমোদিত ছাপাখানা ব্যতীত অন্যত্র কোনো প্রকাশনা ছাপানো যাবে না। একই ছাপাখানায় একাধিক ঘোষণাপত্রে মুদ্রণ বিভ্রান্তিকর হলে তা বাতিলযোগ্য হবে।জেলা ম্যাজিস্ট্রেট আইনি প্রক্রিয়ায় ডিক্লারেশন স্থগিত বা বাতিল করতে পারেন।