‘অপরাজেয় বাংলাদেশের’ পারায়ন প্রকল্প
‘জাতীয় গণমাধ্যম সমিতি জোটের’ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩২, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০০, ১৫ অক্টোবর ২০২৫

বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’-এর ‘পারায়ন (অন্তর্ভুক্তিকরণ)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে জাতীয় পত্রিকা, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র নির্মাতা এবং অনলাইন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত হলো ‘জাতীয় গণমাধ্যম সমিতি জোট’-এর সভা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে অপরাজেয় বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন পারায়ন প্রকল্পের টিম লিডার উম্মে কাউছার সুমনা। উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জিত কুমার দে, এরিয়া ম্যানেজার সিনথিয়া ইসলাম, ট্রেনিং অফিসার জাহিদুল ইসলাম জাহিদ, সোস্যাল ওয়ার্কার সুমা আক্তার, ফিল্ড অফিসার আমিনুল ইসলামসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমের কর্মীরা।
সংস্থাটি জানিয়েছে, ‘পারায়ন’ প্রকল্পের মাধ্যমে নারী অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকল্পটি যুব, নারী এবং প্রন্তিক সম্প্রদায়গুলোকে পরিবর্তনের এজেন্ট হিসেবে কেন্দ্রীভূত করছে। ৩০ মাস মেয়াদি প্রকল্পটির কাজ চলছে ৬টি জেলায়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম জেলার প্রান্তিক পর্যায়ে সফলভাবে করা হয়েছে নারী অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গণশুনানি, উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম।
সভায় পারায়ন প্রকল্পের গত ৫ মাসের কার্যক্রম এবং আগামী ৩ মাসের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। আগামী ৩ মাসে প্রকল্পের অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো ১৬ দিনের ক্যাম্পেইন ও আইএসও সফটওয়্যার ডেভলপমেন্টসহ বিভিন্ন বিষয়। ১৬ দিনের ক্যাম্পেইনে থাকছে র্যালি, মানববন্ধন, পথনাটক, পাপেট শো, গণস্বাক্ষরসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম।
টিম লিডার উম্মে কাউসার সুমনা জানান, গণশুনানির মাধ্যমে পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা দূর হয়েছে। এছাড়া উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূলে নারীদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে তারা কাজ করছেন। সহিংসতার শিকার বিভিন্ন বয়সী মেয়েদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য অপরাজেয় বাংলাদেশের 'পরিবর্ত কর্নার'-এ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে নিয়োগ দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ থেকে শুরু হওয়া পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পটি শেষ হবে ২০২৭ সালের ৩১ আগস্ট।