বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

প্রবীণ সাংবাদিকরা মাসে পাবেন ১০ হাজার টাকা সম্মানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫১, ১০ অক্টোবর ২০২৫

প্রবীণ সাংবাদিকরা মাসে পাবেন ১০ হাজার টাকা সম্মানী

৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ সাংবাদিকদের জন্য নতুন এক সুখবর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় চূড়ান্ত করা হয়েছে ‘অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী’ সংক্রান্ত নীতিমালা। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে, এরপর গেজেটে প্রকাশিত হবে। প্রাথমিকভাবে মাসিক সম্মানী হিসেবে ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।

এর আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রস্তাব দিয়েছিল প্রতি মাসে ১৫ হাজার টাকা সম্মানী প্রদানের। তবে মন্ত্রণালয় পর্যালোচনা শেষে সেটি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেই পরিমাণই নীতিমালায় বহাল থাকে।

প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এই ভাতার আওতায় আনা হবে। পরবর্তীতে ধাপে ধাপে এ ভাতা ও এর আওতা বৃদ্ধি করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নীতিমালা অনুযায়ী, সম্মানী পেতে সাংবাদিককে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং বয়স হতে হবে ৬৫ বছরের বেশি। আবেদন যাচাই শেষে যোগ্যদের তালিকা চূড়ান্ত করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের জন্য এটি এক ধরনের আর্থিক ও সামাজিক স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু