গাজায় দুই বছরে নিহত ২৭০ সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৩৫, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৩৬, ৮ অক্টোবর ২০২৫

গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা এমন এক নৃশংসতার শিকার হয়েছেন, যার নজির আধুনিক যুদ্ধের ইতিহাসে নেই। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত দুই বছরে ইসরায়েলি হামলায় অন্তত ২৭০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন—গড়ে প্রতি মাসে ১৩ জন করে।
সাংবাদিকদের ওপর সর্বশেষ ভয়াবহ হামলাটি ঘটে চলতি বছরের আগস্টে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে। সেখানে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় নিহত হন ২১ জন। নিহতদের মধ্যে ছিলেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসসাম আল মাসরি, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাকা, ফটোগ্রাফার আহমেদ আবু আজিজ এবং মুয়াজ আবু ত্বাহা।
এর আগে আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরিফ, মুহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফার।
শুধু আল জাজিরারই অন্তত ১০ জন সাংবাদিক গত দুই বছরে নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের ওপর হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেছে, নিহতদের অনেকে নাকি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ক্যামেরা ব্যবহার করে আইডিএফ বাহিনীর ওপর নজরদারি করছিলেন। তবে ‘দুঃখজনকভাবে’ কিছু সাংবাদিকও ওই হামলায় নিহত হন বলে তাদের দাবি।
তবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি জানায়, সাংবাদিকরা স্পষ্টভাবে তাদের মিডিয়ার লোগোসহ পোশাক ও সরঞ্জাম ব্যবহার করছিলেন; তা সত্ত্বেও তাদের ওপর লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গাজা যুদ্ধে সাংবাদিকদের মৃত্যু এক ভয়াবহ রেকর্ড গড়েছে। মার্কিন গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধ কিংবা ভিয়েতনাম যুদ্ধ—কোনোটিতেই এত সংখ্যক সংবাদকর্মী নিহত হননি। গাজার বর্তমান অবস্থা গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক অভূতপূর্ব আঘাত হিসেবে ইতিহাসে স্থান পাবে।
সূত্র: আল জাজিরা