বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নির্বাচনে স্বীকৃতি চেয়ে ভারতের ‘লজ্জাহীন’ মন্তব্যে ক্ষুব্ধ মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৪, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৩, ৭ অক্টোবর ২০২৫

নির্বাচনে স্বীকৃতি চেয়ে ভারতের ‘লজ্জাহীন’ মন্তব্যে ক্ষুব্ধ মাহমুদুর রহমান

বাংলাদেশের জাতীয় নির্বাচনের বৈশ্বিক স্বীকৃতি নিয়ে ভারতের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আয়োজিত আবরার ফাহাদ দিবসের এক সেমিনারে তিনি বলেন, “যে ভারত ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট ও একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছে, তাদের পররাষ্ট্রসচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন।”

তিনি জানান, কিছু বাংলাদেশি সাংবাদিক বর্তমানে ভারত সফরে রয়েছেন এবং তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠকেই এসব ‘আধিপত্যবাদী’ মনোভাব প্রকাশ পেয়েছে। মাহমুদুর রহমানের ভাষায়, “ভারত এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং এটি তাদের দীর্ঘদিনের আধিপত্যবাদী ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।”

আবরার ফাহাদ স্মরণে মাহমুদুর রহমান বলেন, “শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমিও সেই একই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এতগুলো মিলের কারণে আমি গর্ববোধ করি। তবে আবরার শহীদ হতে পেরেছেন, আমরা পারিনি।”

তিনি আরও বলেন, “আবরার কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তার দেশপ্রেম ছিল অগাধ। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই তাকে শহীদ হতে হয়েছে। এখন আমাদের দায়িত্ব—তার গল্প প্রতিদিন বলা, শহরে-গ্রামে, বন্দরে-গঞ্জে প্রচার করা, যাতে আবরারের মতো লাখো তরুণ এই দেশকে রক্ষায় এগিয়ে আসে।”

সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রব, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, আবরার ফাহাদের ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ এবং আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়ক ও শিবিরের সাবেক নেতা রাফে সালমান রিফাত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু