বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

তালেবান সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

ভারত বলল—‘আমাদের কোনো ভূমিকা নেই’

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৩:৪৮, ১১ অক্টোবর ২০২৫

ভারত বলল—‘আমাদের কোনো ভূমিকা নেই’

ভারত সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে অংশ নেন—যেখানে কোনো নারী সাংবাদিক উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) শনিবার (১১ অক্টোবর) স্পষ্টভাবে জানিয়েছে, এই সংবাদ সম্মেলনের আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের কনসাল জেনারেল অফিস মুম্বাই থেকে কিছু নির্বাচিত সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল, যারা আফগান পররাষ্ট্রমন্ত্রীর সফর কাভার করতে দিল্লিতে অবস্থান করছিলেন।

ভারতের এমইএ জানায়, “আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, তাই আমন্ত্রণ বা অংশগ্রহণের বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, আফগান দূতাবাসে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত থাকতে পারেননি। এমনকি কিছু নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলন শেষে বহু সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন—তারা উল্লেখ করেন যে, “সবাই ড্রেস কোড মেনে চললেও শুধুমাত্র লিঙ্গের কারণে নারীদের বাদ দেওয়া হয়েছে।”

সম্প্রতি তালেবান সরকার নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে আরও বিধিনিষেধ আরোপ করেছে।নারীদের বাইরে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়গুলোতে নারী লেখকদের বই নিষিদ্ধ।

লিঙ্গ ও উন্নয়ন, মানবাধিকার, সমাজবিজ্ঞান, সাংবিধানিক আইনসহ ১৮টি কোর্স বাতিল করা হয়েছে।এই প্রেক্ষাপটেই ভারত সফরে এসে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর এমন সিদ্ধান্ত নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্রভাবে সমালোচনা করে বলেন,“যখন আপনি একটি পাবলিক ফোরাম থেকে নারী সাংবাদিকদের বাদ দেন, তখন আপনি ভারতের প্রতিটি নারীকে বলছেন—আপনি তাঁদের পাশে দাঁড়ানোর মতো শক্ত নন। আমাদের দেশে নারীদের সমান অংশগ্রহণের অধিকার রয়েছে; এমন বৈষম্য ‘নারী শক্তি’র স্লোগানকে হাস্যকর করে তুলছে।”

প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও প্রধানমন্ত্রীকে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলেন। তার বক্তব্য,“ভারতের নারীরাই এই দেশের মেরুদণ্ড। তাদের এমন অপমান কীভাবে অনুমোদিত হলো?”

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম মন্তব্য করেন,“পুরুষ সাংবাদিকদের উচিত ছিল—এই বৈষম্যমূলক প্রেস কনফারেন্স থেকে ওয়াকআউট করা।”

আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারত সফরে আসেন এবং একদিন পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।এই বৈঠকে ভারত ঘোষণা করে যে, কাবুলে অবস্থিত তাদের কারিগরি মিশনকে দূতাবাসে উন্নীত করা হবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে স্বাগত জানান।

কূটনৈতিক মহলে এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু