বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নতুন টেলিভিশন অনুমোদন নিয়ে তথ্য উপদেষ্টা 

নতুন মিডিয়া দেব, নতুন ন্যারেটিভ আসবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০০, ৯ অক্টোবর ২০২৫

নতুন মিডিয়া দেব, নতুন ন্যারেটিভ আসবে

দেশে আরো নতুন মিডিয়া আস বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “আমি যদি এক দিনও সরকারে থাকি, আমি চেষ্টাই করব নতুন মিডিয়া দেওয়ার। আমরা ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, বরং নতুন মিডিয়া দেব। নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ, নতুন বক্তব্য ও নতুন ন্যারেটিভ আসবে। বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই—চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব, এবং আমরা অবশ্যই জয়ী হব।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই কথা বলেন। 

এসময় তিনি নতুন টেলিভিশনের অনুমোদন প্রসঙ্গে বলেন, ”আজকে টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্তের হাহাকার—যারা মনে করে নতুন কোনো মুখ বা নতুন কোনো মানুষ যেন না আসে, তাদের হাহাকার।”

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম যেন চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরি করে—এটাই সরকারের প্রত্যাশা।

এসময় জুলাই গণ-অভ্যুত্থানে টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে গবেষণা করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, “আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক আমলে গণমাধ্যমের ভূমিকা কী ছিল—তারও মূল্যায়ন হওয়া উচিত।”

সভায় উপদেষ্টা জানান, গত ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করে প্রতিবেদন তৈরির জন্য গত জুনে জাতিসংঘকে তিনি একটি চিঠি পাঠান। পরে ইউনেসকো সাংবাদিকদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফিরদৌস আজিম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান ও গবেষক সাইমুম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির তথ্য ও গবেষণা কর্মকর্তা সহুল আহমেদ মুন্না।

এ সময় পিআইবির নতুন ফ্যাক্টচেকিং উদ্যোগ ‘বাংলা ফ্যাক্ট’ এর ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে পিআইবির পাঁচটি প্রকাশনা— ‘তারিখে জুলাই’, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা’,  ‘নিরীক্ষা: অভ্যুত্থান মিডিয়া বয়ান’, ‘যে সাংবাদিকদের হারিয়েছি’ এবং ‘ঘটনাপঞ্জি ২০২৪’- এর মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু