কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতি
খেলাপি ঋণ অবলোপনে শর্ত হালকা, কর্মকর্তাদের নগদ প্রণোদনা অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:০০, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ব্যাংক রোববার একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে খেলাপি ঋণ বা “মন্দ ও ক্ষতিজনক” ঋণ অবলোপনের শর্তাবলি হালকাভাবে পরিবর্তন করা হয়েছে। এর ফলে ব্যাংকগুলো ৩০ দিন আগে ঋণগ্রহিতাকে অবহিত করে এবং নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করে খেলাপি ঋণ অবলোপন করতে পারবে।
নতুন নীতির মূল দিকসমূহ-
মন্দ ও ক্ষতিজনক ঋণ অবলোপন:
যেসব ঋণ দুই বছর টানা মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিবদ্ধ রয়েছে, সেগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অবলোপন করা যাবে।
ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম এমন ঋণও অবলোপনের সুযোগ পাবে।
ঋণগ্রহিতাকে অবহিতকরণ:
অবলোপনের অন্তত ৩০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহিতাকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।
ঋণ পুরোপুরি পরিশোধ না করা পর্যন্ত ঋণগ্রহিতাকে খেলাপি হিসেবে চিহ্নিত রাখা হবে।
নগদ প্রণোদনা ব্যবস্থাপনা:
ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে অবলোপনকৃত ঋণ আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে।
পূর্বের নীতি অনুযায়ী, অবলোপনকৃত ঋণের আদায় থেকে ৫% নগদ প্রণোদনা প্রদান করা হতো। এমডি ১০% এবং অন্যান্য কর্মকর্তা ৯০% ভাগ পান।
নতুন সিদ্ধান্তে ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে প্রণোদনার নীতিমালা প্রণয়ন করতে পারবে।
পরিপ্রেক্ষিত
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এসেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বিভিন্ন ঋণদাতা সংস্থার পরামর্শের ভিত্তিতে। দীর্ঘদিন অনাদায়ি ঋণ ব্যাংকের স্থিতিপত্রে ক্ষতির সৃষ্টি করছে। নতুন প্রজ্ঞাপন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির সঙ্গে মিল রেখে খেলাপি ঋণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে।