সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন এপি ঢিলন

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ২২:২৬, ১৯ অক্টোবর ২০২৫

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন এপি ঢিলন

পাঞ্জাবি সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী এপি ঢিলন বলিউডের কাছ থেকে পাওয়া একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ, তার অভিযোগ— “বলিউড শিল্পী ও গানকে শোষণ করে নিজেদের লাভের জন্য।”

সম্প্রতি ইউটিউব চ্যানেল এসএমটিভি’র এক পডকাস্টে অংশ নিয়ে ঢিলন বলেন,“আমি এখনো বলিউডের কোনো গান করিনি, কারণ আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। বিষয়টা বলিউডকে ঘৃণা করা নয়, বরং তাদের ব্যবসায়িক ধরণ বদলানো দরকার। আমি বলেছি, গান করব, কিন্তু আগে তারা যেন সিস্টেমটা ঠিক করে।”

‘ম্যানঝালি’, ‘ব্রাউন মুন্ডে’, ‘এক্সকিউজেস’, ‘উইথ ইউ’ ও ‘দিল নু’–এর মতো হিট গানের শিল্পী ঢিলন অভিযোগ করেন, বলিউড বড় বড় প্রযোজনা সংস্থা ও অভিনেতাদের মাধ্যমে শিল্পীদের আর গানকে ‘নিজস্ব সম্পদে’ পরিণত করতে চায়।

তিনি বলেন,“তারা গান, রিমিক্স, এমনকি কপিরাইটও নিজেদের হাতে নিতে চায়। বড় কিছু অভিনেতা আমার গান চেয়েছিলেন, দৃশ্যও তৈরি করা হয়েছিল, কিন্তু তারা গানটির মালিকানা চাইছিল। আমি তাতে রাজি হইনি। এটা শোষণ।”

ঢিলন আরও যোগ করেন,“আমি চাই তরুণ শিল্পীরা যেন নিজেদের গান বিক্রি করে জীবিকা হারায় না। যদি আমি বলিউডের সঙ্গে সমঝোতায় যাই, তাহলে নতুন শিল্পীরাও বাধ্য হবে একই পথে হাঁটতে। আমি চাই না তারা শোষণের শিকার হোক।”

তবে তার মতে, সমস্যাটা এখানেই—“যতক্ষণ পর্যন্ত অন্যান্য এ-লিস্ট শিল্পীরা এইভাবে গান দিয়ে যাচ্ছেন, ততক্ষণ পরিবর্তন আসবে না।”

বর্তমানে এপি ঢিলন প্রস্তুতি নিচ্ছেন তার বহুল আলোচিত “One of One India Tour”-এর জন্য। এই আট শহরের ট্যুর শুরু হবে ৫ ডিসেম্বর আহমেদাবাদে, এরপর যাবে দিল্লি, লুধিয়ানা, পুনে, বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাই, এবং ২৮ ডিসেম্বর জয়পুরে শেষ হবে।

আরও পড়ুন