সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

পূর্ণিমার পোস্টে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ২১:৪৭, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৬, ১৯ অক্টোবর ২০২৫

পূর্ণিমার পোস্টে তোলপাড় নেটদুনিয়া

দিলারা হানিফ পূর্ণিমা—বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম। নব্বইয়ের দশক থেকে যিনি একের পর এক জনপ্রিয় সিনেমায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই পূর্ণিমাই এবার সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রবিববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তিনি লেখেন—“যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

এই তীব্র রূপকধর্মী বক্তব্যে অভিনেত্রীর কষ্ট ও আঘাতের ছোঁয়া স্পষ্ট। কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তা উল্লেখ করেননি পূর্ণিমা। তবে তার শব্দচয়ন ও প্রকাশভঙ্গি ইঙ্গিত দেয় গভীর বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতার দিকে—হয়তো বন্ধুত্বে, হয়তো সম্পর্কের জটিলতায়।

একই পোস্টে তিনি আরও লিখেছেন—“যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

শেষে পূর্ণিমা লিখেছেন এক দার্শনিক সত্য—“মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

পূর্ণিমার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। অনেকে সহমত জানিয়ে মন্তব্য করেছেন, “পূর্ণিমা আপু একদম সত্য বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” কেউ আবার লিখেছেন, “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”

দীর্ঘদিন চলচ্চিত্রে অনিয়মিত থাকলেও পূর্ণিমা এখনও দর্শকদের প্রিয় তারকা। তার এমন খোলামেলা ও ভাবনামূলক লেখাগুলো যেন মনে করিয়ে দেয়—পর্দার বাইরে থেকেও তিনি জীবনের বাস্তবতা নিয়ে ভাবেন, উপলব্ধি করেন, আর সাহসের সঙ্গে প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন