আ.লীগ ফিরে এলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৪, ১৯ অক্টোবর ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করে নিজেদের ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফেরলে শেখ হাসিনার পা ধরেও কেউ মাফ পাবে না’—এমন কথাই তিনি বলেছেন।
রাশেদ খাঁন আরও বলেন, তার দাবি—আওয়ামী লীগের পরিকল্পনায় রয়েছে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচালে করে দেওয়া। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরো একটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”
তিনি বলেন, ‘সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে।’ যে সবাই ভোট-রাজনীতির নাম করে ক্ষমতাকে মাফ করে দিচ্ছে, তাদেরকে সতর্ক করেই রাশেদ বলেন—আওয়ামী লীগ ফেরার পরে ক্ষমার সুযোগ থাকবে না।
পরিশেষে রাশেদ খাঁন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দেবেন না।”