রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

পাবনার হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি

তিন কর্মী গ্রেপ্তার, হাসপাতাল বন্ধ ঘোষণা

পাবনা প্রতিনিধি 

প্রকাশ: ১৯:০৭, ১৯ অক্টোবর ২০২৫

তিন কর্মী গ্রেপ্তার, হাসপাতাল বন্ধ ঘোষণা

পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং জেলা প্রশাসনের নির্দেশে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে সিজারিয়ান অপারেশন শেষে এক নারী রোগীকে ওয়ার্ডে নেওয়ার সময় এক কর্মচারী তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি রোগীর স্বজনরা টের পেয়ে প্রতিবাদ জানালে হাসপাতালের ভেতরে কর্মচারী ও রোগীর স্বজনদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে এসে ভাঙচুর চালান।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন—পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), চকপৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭) ও ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রোববার সকালে থানায় মামলা দায়ের করেছেন। পরে আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাটির পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে সেন্ট্রাল হাসপাতালের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তদন্ত কমিটি গঠন করে ঘটনার পেছনে থাকা দায়ীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন