ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিতে মিচেল স্টার্কের বোলিং!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:০৭, ১৯ অক্টোবর ২০২৫

পার্থ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ান বোলারা রীতিমতো ভুগিয়েছে ভারতীয় ব্যাটারদের। বিশেষ করে মিচেল স্টার্কের কথা ন বললেই নয়। তাঁর গতি আর সুইং সামলাতে রীতিমতো হিমশিম খান রোহিত-কোহলিরা।
ভয়ংকর বোলিং করতে থাকা মিচেল স্টার্ক প্রথম স্পেলে ৫ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে তুলে নেন বিরাট কোহলির উইকেট। সাত মাস পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা কোহলিকে রানের খাতা খুলতেই দেননি স্টার্ক।
তবে সব ছাপিয়ে আলোচনায় ইনিংসের শুরুতে করা তাঁর প্রথম ডেলিভারিটি। রোহিত শর্মাকে স্টার্ক যে ডেলিভারিটি করেন, গতি মেশিনে বলটির গতি দেখিয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার! অর্থাৎ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড হওয়ার কথা সেটি!
মুহূর্তেই ডেলিভারিটি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মেশিনের ভুলে বলের গতি এত বেশি দেখিয়েছে। মূলত বলটির গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।
স্পিড মিটারের ভুলে আলোচনায় এলেও ভারতীয় ব্যাটারদের সামনে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে ২৬ ওভারে। আর বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার টার্গেট নির্ধারণ করা হয় ১৩১ রান।