নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৭:২১, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৪, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচ (দ্বিতীয় গ্রুপ)-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের তরুণ-তরুণীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ, যেখানে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত ও দেশসেবার গৌরবময় জীবন গড়ে তোলার সুযোগ মিলবে।
আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর এবং চলবে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের নাম
অফিসার ক্যাডেট (২০২৬ ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বা সমমান) পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে
ও-লেভেল (O-Level): ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড থাকতে হবে।
এ-লেভেল (A-Level): একটিতে এ গ্রেড এবং দুটিতে বি গ্রেড থাকতে হবে।
২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য একই যোগ্যতা প্রযোজ্য।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে—
১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এইচএসসি পাস প্রার্থীদের জন্য)
১৮ বছর থেকে ২৩ বছর (স্নাতক পাস প্রার্থীদের জন্য)
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য:
উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
বুকের মাপ: ৩০ ইঞ্চি (স্বাভাবিক), ৩২ ইঞ্চি (প্রসারিত)
নারী প্রার্থীদের জন্য:
উচ্চতা: ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
বুকের মাপ: ২৮/৩০ ইঞ্চি
বেতন ও ভাতা
প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীরা নিয়মিত ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে অফিসার পদে যোগদান করলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ম অনুযায়ী বেতন, ভাতা, ভ্রমণ ও চিকিৎসা সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে— www.joinnavy.navy.mil.bd
সেখানে “Apply Now” বাটনে ক্লিক করে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য, পরীক্ষার ধাপ, প্রশিক্ষণকাল, ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জানতে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।