শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৬, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০১, ২৪ অক্টোবর ২০২৫

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

‘টাইমস অব ইন্ডিয়া’-এর প্রতিবেদনে জানা যায়, বাসটিতে ৪১ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে, তবে ৯ জনের পরিচয় এখনও অজানা। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। অল্প কিছু দূর যাওয়ার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি। কয়েকজন জানালা ভেঙে প্রাণ বাঁচাতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার সন্ধানে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত ছিল।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করে ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’
ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন, চুক্তি করতে চান শি জিনপিংয়ের সঙ্গে
রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোনো কোনো দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে
দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা এখন পর্যন্ত পেয়েছে ১ কোটি ৭০ লাখ শিশু
মালালার নতুন আত্মজীবনী প্রেম, জীবন ও নিজের পথের গল্প