যেকোনো মূল্যে ২০ বছরের তুর্কি ফরোয়ার্ডকে চান রিয়াল কোচ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:১০, ২৪ অক্টোবর ২০২৫
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে রয়েছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসের মতো বিশ্বমানের তারকারা। তবুও কোচ জাবি আলোনসো মনে করছেন, দলের সামনের সারিতে আরও এক তরুণ প্রতিভার প্রয়োজন। সে কারণেই এবার তার নজর পড়েছে তুরস্কের ২০ বছর বয়সী ফরোয়ার্ড কেনান ইলদিজের ওপর।
ইলদিজকে পেতে মরিয়া আলোনসো
বর্তমানে জুভেন্তাসে খেলা এই তরুণ উইঙ্গারকে দলে পেতে নাকি কিলিয়ান এমবাপে বাদে যে কাউকে বিক্রি করতেও প্রস্তুত রিয়াল কোচ! এমনই দাবি করেছেন প্রভাবশালী ফুটবল এজেন্ট জিওভান্নি ব্রানচিনি, যিনি স্প্যানিশ দৈনিক এএস-কে জানিয়েছেন, “জাবি আলোনসো ইলদিজকে রিয়াল মাদ্রিদে চান। এজন্য তিনি এমবাপে ছাড়া দলের যেকোনো খেলোয়াড়কে ছাড়তে রাজি। জুভেন্তাস এই মুহূর্তে তার জন্য ১০০ মিলিয়ন ইউরো চাচ্ছে।”
ক্লাব ও জাতীয় দলের তারকা
বায়ার্ন মিউনিখের যুব একাডেমিতে বেড়ে ওঠা কেনান ইলদিজ ২০২৩ সালে জুভেন্তাসের সিনিয়র দলে জায়গা পান। এরপর থেকে তিনি ক্লাব বিশ্বকাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ১২ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুমেও ১০ ম্যাচে ৪ গোল ও ২টি অ্যাসিস্ট তার ঝুলিতে।
সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচে জুভেন্তাসের অধিনায়কের আর্মব্যান্ডও ছিল ইলদিজের হাতে—যে ম্যাচে রিয়াল ১–০ গোলে জয় পায়।
আলোনসো–ইলদিজ: পুরনো সংযোগ
২০১২ সালে যখন ইলদিজ বাভারিয়ানদের একাডেমিতে যোগ দেন, তখন আলোনসো খেলতেন বায়ার্ন মিউনিখের হয়ে। ফলে রিয়ালে তার আগমন শুধু আলোনসোর সঙ্গে পুনর্মিলনই ঘটাবে না, বরং জাতীয় দলের সতীর্থ আর্দা গুলারের সঙ্গেও নতুন এক রসায়ন তৈরি করবে। দুই তরুণই বর্তমানে তুরস্ক জাতীয় দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র।
ইলদিজের স্বপ্নও রিয়ালেই
রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও, ফুটবল মহলে গুঞ্জন—আগামী ট্রান্সফার উইন্ডোতে এই চুক্তি নিয়ে আলোচনায় বসতে পারে দুই ক্লাব। ইলদিজ নিজেও ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে খেলার স্বপ্ন প্রকাশ করেছেন। তার ভাষায়, “প্রতিটি ফুটবলারেরই সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার স্বপ্ন থাকে। এটি বিশ্বের অন্যতম সুন্দর ভেন্যু, আর সেখানে খেলা মানেই স্বপ্ন পূরণ।”
এখন দেখার বিষয়—জুভেন্তাস কি তাদের ভবিষ্যৎ তারকাকে ছাড়তে রাজি হয়, নাকি রিয়াল মাদ্রিদকে আরও এক মৌসুম অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় স্পষ্ট—জাবি আলোনসোর পরিকল্পনায় কেনান ইলদিজই হতে পারেন রিয়ালের আগামী দিনের নতুন ‘টার্কিশ সেনসেশন’।
