শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে ভারত দলে বড় পরিবর্তনের ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:১৮, ২৪ অক্টোবর ২০২৫

সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে ভারত দলে বড় পরিবর্তনের ইঙ্গিত?

অ্যাডিলেডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। এখন ভারতের সামনে শনিবার সিডনিতে একমাত্র উদ্দেশ্য— ভবিষ্যতের পরিকল্পনা ও দলের ভারসাম্য যাচাই। গৌতম গম্ভীর ও শুভমন গিলের নেতৃত্বে টিম ম্যানেজমেন্ট তাই তৃতীয় এক দিনের ম্যাচে একাধিক পরিবর্তনের কথা ভাবছে। নিয়মরক্ষার ম্যাচে নতুন মুখ ও ব্যাকআপ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।

রোহিত–কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজটি রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে ছিল ‘অগ্নিপরীক্ষা’। কিন্তু দুই তারকা ব্যাটারের পারফরম্যান্স তাতে আশানুরূপ হয়নি।
রোহিত প্রথম ম্যাচে করেন ৮ রান, দ্বিতীয় ম্যাচে ৭৩ রান করতে ৯৭ বল খেলেন।
বিরাট কোহলি দুই ম্যাচেই শূন্য রানে আউট — আন্তর্জাতিক একদিনের ক্যারিয়ারে প্রথমবার পরপর দু’বার শূন্য।
এমন অবস্থায় কোহলিকে বিশ্রাম দিয়ে যশস্বী জয়সওয়ালকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোচ গম্ভীরও সিরিজ শুরুর আগেই সতর্ক করেছিলেন— ধারাবাহিক ব্যর্থতা মানেই পরিবর্তন।

সম্ভাব্য একাদশে বড় রদবদল

তৃতীয় ম্যাচে একাদশে অন্তত চারটি বদল দেখা যেতে পারে। সম্ভাব্য লাইনআপ নিম্নরূপ—
১. যশস্বী জয়সওয়াল (রোহিতের পরিবর্তে ওপেনার হিসেবে)
২.শুভমন গিল (অধিনায়ক)
৩.লোকেশ রাহুল / বিরাট কোহলি (যদি কোহলিকে রাখা হয়)
৪.শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক)
৫.অক্ষর প্যাটেল
৬.ধ্রুব জুরেল (উইকেটরক্ষক-ব্যাটার, অভিষেক সম্ভাবনা)
৭.ওয়াশিংটন সুন্দর
৮.নীতীশ কুমার রেড্ডি
৯. অর্শদীপ সিং
১০.কুলদীপ যাদব (হর্ষিত রানার পরিবর্তে)
১১.মহম্মদ সিরাজ / প্রসিধ কৃষ্ণা
এই একাদশে স্পিন-অলরাউন্ডারদের প্রাধান্য দেওয়া হতে পারে সিডনির ধীর উইকেট বিবেচনায়।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন ও কৌশলগত লক্ষ্য

ব্যাটিং অর্ডারে তৃতীয় স্থানে রাহুলকে নামানো হতে পারে যদি কোহলি বিশ্রামে যান। শ্রেয়স আইয়ারের পর অক্ষর ও জুরেলকে মিডল অর্ডার মজবুত করতে দেখা যাবে। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও রেড্ডিকে ব্যাটিং গভীরতা বাড়াতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

গৌতম গম্ভীরের লক্ষ্য এখন শুধু এই সিরিজ নয়— আগামী চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৬ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার নতুন কাঠামো গড়া। তাই সিডনির ম্যাচকে তিনি ব্যবহার করতে পারেন একটি কৌশলগত পরীক্ষামঞ্চ হিসেবে। রোহিত বা কোহলিকে বিশ্রাম দিয়ে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু থাকবে না।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০