ভারত সিরিজে বড়সড় পরিবর্তন অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২৫, ২৪ অক্টোবর ২০২৫
ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর দুই দল মুখোমুখি হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ, যার প্রস্তুতি নিয়েই ভারতের বিপক্ষে দলে বড়সড় পরিবর্তন এনেছে অজিরা।
অ্যাশেজ শুরুর আগে টেস্ট প্রস্তুতির স্বার্থে মারনাস লাবুশেনকে ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে স্কোয়াডে নতুনভাবে যোগ দিয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুহনেম্যান।
অন্যদিকে, টেস্ট দলের দুই সদস্য জশ হ্যাজলউড ও শন অ্যাবটকে টি-টোয়েন্টি সিরিজের শেষভাগ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
চোট কাটিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচে খেলবেন।
একইভাবে বামহাতি পেসার বেন ডোয়ার্শুইস থাকবেন চতুর্থ ও পঞ্চম ম্যাচের দলে।
সবচেয়ে বড় বিস্ময় এসেছে তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যানকে নিয়ে, যিনি শেষ দুই ম্যাচে ডাক পেয়েছেন। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিয়ার্ডম্যান। সেই টুর্নামেন্টের ফাইনালে মাত্র ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনলি, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুহনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
