পাকিস্তান সফরে দুই তারকা থাকছে না দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:০৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৪৯, ২৪ অক্টোবর ২০২৫
টেস্ট সিরিজ শেষ, এবার পাকিস্তানের বিপক্ষে সাদা বলের লড়াইয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে আসন্ন এই সিরিজে ইনজুরির কারণে পাচ্ছে না দলের দুই তারকা ক্রিকেটার— ডেভিড মিলার ও জেরাল্ড কোয়েটজিকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
মিলার ছিলেন ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য অধিনায়ক। কিন্তু বুধবারের স্ক্যানে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ফলে তাকে বিশ্রাম নিতে হচ্ছে অন্তত পুরো সিরিজ জুড়েই।
অন্যদিকে, মাসের শুরুতে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে পেক্টোরাল পেশির আঘাত পেয়েছিলেন কোয়েটজি। ২৫ বছর বয়সী এই দ্রুতগতির পেসারও তাই পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন।
দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে দলে নেওয়া হয়েছে নতুন মুখ— ম্যাথু ব্রিটজকে এবং টনি ডি জোরজি।
মিলারের অনুপস্থিতিতে ডোনোভান ফেরেইরা নেতৃত্ব দেবেন প্রোটিয়া টি-টোয়েন্টি দলকে।
আর কোয়েটজির পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ওটনিল বার্টম্যান, যিনি এ পর্যন্ত চারটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
টি-টোয়েন্টি স্কোয়াড:
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, ম্যাথু ব্রিটজকে, নকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, টনি ডি জরজি, অ্যান্ডিল সিমেলেন, লিজার্ড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড:
ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, অটনিল বার্টম্যান, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেরা, বজর্ন ফরচুইন, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুহান ড্রে প্রিটোরিয়াস, সিনেথেমবা কেশিল।
