জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৫৯, ২৪ অক্টোবর ২০২৫
ভারতের মাটিতে বসতে চলা জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার পাক হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সরকারের অনুমতি না মেলায় তারা এই টুর্নামেন্টে অংশ নেবে না। ২৮ নভেম্বর থেকে চেন্নাই ও মাদুরাইয়ে শুরু হতে যাচ্ছে জুনিয়র বিশ্বকাপের আসর, যেখানে পাকিস্তানও অংশ নেওয়ার কথা ছিল।
সরকারি অনাপত্তি না পাওয়ায় পাকিস্তান দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে—এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটাররা আমাদের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন পর্যন্ত করেনি, ট্রফি নিতেও অস্বীকার করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনাই পরিষ্কার করে দেয়, ভারতের মনোভাব আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়।’
রানা মুজাহিদ আরও জানান, পাক হকি ফেডারেশন বিষয়টি নিয়ে সরকার এবং পাকিস্তান স্পোর্টস বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিল। আলোচনার পর
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি অস্থির। নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমরা ভারতে খেলতে যাচ্ছি না। বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক হকি ফেডারেশন কে জানানো হয়েছে।’
গ্রুপ ‘বি’-তে ভারত, চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তান। পাকিস্তানের নাম প্রত্যাহারের পর এখন দেখা যাবে, তাদের পরিবর্তে অন্য কোনো দেশকে সুযোগ দেয় কি না আন্তর্জাতিক হকি ফেডারেশন।
উল্লেখযোগ্যভাবে, এর আগে পাকিস্তান হকি দল হকি এশিয়া কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহার করেছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ক্রীড়া মহলে জল্পনা চলছিল—পাকিস্তান কি আদৌ ভারতে খেলতে যাবে? সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো।
মোট ২৪টি দেশ অংশ নিচ্ছে এই জুনিয়র বিশ্বকাপে। এর মধ্যে ২৩টি দেশ ইতোমধ্যে ভারতে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। কেবল পাকিস্তানই এবার বেঁকে বসে চূড়ান্তভাবে বয়কট ঘোষণা করল
