বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনায় শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:২৩, ২৩ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে স্থগিত করা হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপের আগে মাঠ ও ভেন্যুগুলো প্রস্তুত রাখতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেই লক্ষ্যে তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, আইসিসির নির্দেশনা অনুযায়ী আসন্ন ২০-দলীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভেন্যুগুলোকে নিখুঁত অবস্থায় রাখতে হবে।
এ জন্য এসএলসি ২০২৫ সালের এলপিএল স্থগিত করে বিশ্বকাপের আগে মাঠ ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে মনোযোগ দিচ্ছে।
এলপিএল স্থগিতের ফলে ক্রিকেটীয় শূন্যতা কাটাতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে লঙ্কান বোর্ড। সূত্র জানিয়েছে, ওই সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।
তৃতীয় দল হিসেবে পাকিস্তানের নামও আলোচনায় রয়েছে।
শ্রীলঙ্কা চায়, এই সিরিজের মাধ্যমে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ঝালিয়ে নিতে ও দলীয় সমন্বয় আরও দৃঢ় করতে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ব্যাখ্যায় বলা হয়, ‘আইসিসির নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক ভেন্যুগুলোর মান আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী হতে হবে। তাই আমরা লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৫ পরবর্তী সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভেন্যুগুলো সম্পূর্ণ প্রস্তুত থাকে।’
বিশ্বকাপের আয়োজন ও প্রস্তুতি কার্যক্রম আরও মসৃণভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।