পরপর দু’ম্যাচে শূন্য, এক দিনের ক্রিকেটে প্রথমবার!
দর্শকদের ‘গুডবাই’ জানালেন বিরাট কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৯, ২৩ অক্টোবর ২০২৫

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
অ্যাডিলেডে নেমে যেন অচেনা এক বিরাট কোহলি। ফিরলেন আবারও শূন্য রানে—এ নিয়ে পরপর দুই ওয়ানডে ম্যাচে কোনো রান ছাড়াই সাজঘরে ফেরার রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটিং আইকন। ২২৪ দিন পর জাতীয় দলে ফেরার পরও ব্যাটে নেই সেই ঝলক, সেই আত্মবিশ্বাসের ছাপ।
পার্থের ম্যাচে জশ হেজলউড ও মিচেল স্টার্কের তীব্র গতির বলের সামনে টিকতে পারেননি তিনি। এবার অ্যাডিলেডে সামনে ছিলেন অনামী জেভিয়ার বার্টলেট—তবু ফল একই। চতুর্থ বলেই এলবিডব্লিউ আউট। রিভিউ নেননি কোহলি; ব্যাট-প্যাডের মাঝে লেগে যাওয়া বলটি টেলিভিশন রিপ্লেতে দেখা যায় সরাসরি মিডল স্টাম্পে আঘাত করল।
দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। মাথা নিচু করে মাঠ ছাড়লেন কোহলি। তার প্রিয় অ্যাডিলেড ওভাল—যেখানে এখনো পর্যন্ত তার ঝুলিতে ৯৭৫ রান—সেই মাঠেই যেন শেষ বিদায় জানালেন তিনি। দর্শকদের দিকে তাকিয়ে গ্লাভস তুলে দিলেন হালকা নেড়ে, যেন বললেন—“গুডবাই।”
ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরের সামনে এখন কঠিন প্রশ্ন—এই ফর্ম নিয়ে বিরাটকে আর কত সুযোগ দেওয়া যায়? গত এক বছরে তিনি শুধু ওয়ানডে ফরম্যাটেই নিয়মিত খেলেছেন, আর সেই ফরম্যাটেই তার ব্যাট একেবারে নিশ্চুপ।
ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, কোহলি নিজেই হয়তো ধীরে ধীরে পথ ছাড়ছেন নতুন প্রজন্মের জন্য। গম্ভীররা এখন ব্যাট হাতে নতুনদের জায়গা করে দিচ্ছেন, আর কোহলি হয়তো নিজের হাতেই তাঁদের জন্য তৈরি করে দিচ্ছেন সুযোগের জানালা।
অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভবত এটিই ছিল তার শেষ ইনিংস। নিজেও সেটা অনুভব করছিলেন—তার প্রতিটি পদক্ষেপে ছিল এক নীরব হতাশা। এক সময় যিনি ছিলেন রানের যন্ত্র, আজ তিনি যেন নিজের ছায়া মাত্র।
ভারতের জার্সিতে আর ক’টা ম্যাচ খেলতে পারবেন, তা এখন সময়ই বলে দেবে। তবে অ্যাডিলেডের গ্যালারিতে দাঁড়িয়ে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেটাই হয়তো বিরাট কোহলির ক্যারিয়ারের সবচেয়ে আবেগময় বিদায় দৃশ্য হয়ে থাকবে।