শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৫

১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দাপুটে এক দিনে ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় ক্যারিবীয়দের ১৭৯ রানে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা।

বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয় ১৮৩ রানে—২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই রেকর্ডের একেবারে কাছাকাছি পৌঁছেছে মিরাজরা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান। জবাবে মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।
মিরপুরের টার্নিং উইকেটে শুরু থেকেই দাপট দেখান স্পিনাররা। নাসুম আহমেদ ইনিংসের পঞ্চম ওভারেই আঘাত হানেন, আলিক আথানেজেকে (১৫) এলবিডব্লিউ করেন। এরপর একই ওভারে আকিম অগাস্টে (০) ও ব্রেন্ডন কিং (১৮) ফেরান।

নাসুমের স্পেল শেষে আসেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। রিশাদ ১৯তম ওভারে পরপর দুই উইকেট তুলে নেন—শেরফান রাদারফোর্ড (১২) ও রস্টন চেজ। এরপর কার্টি ও হোপকেও বিদায় দেন তানভীর ও মিরাজ।

শেষদিকে আকিল হোসেনের (১৫ বলে ২৭) ঝড়ো ইনিংস কিছুটা ব্যবধান কমালেও তা পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১১৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।

বাংলাদেশ বোলিং পরিসংখ্যান:
নাসুম আহমেদ: ৭-১-১১-৩
রিশাদ হোসেন: ৮-০-৫৪-৩
মিরাজ ও তানভীর: ২টি করে উইকেট

টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ও সৌম্য সরকার জুটি গড়ে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ—১৭৬ রান।
সাইফ ৭২ বলে ৮০ (৬টি চার ও ৬টি ছক্কা) করে ফিরেছেন। সৌম্য সেঞ্চুরি মিস করেছেন অল্পের জন্য—৮৬ বলে ৯১ রান (৭টি চার ও ৪টি ছক্কা)।
এই জুটি ভেঙে যাওয়ার পর রানের গতি কমে আসে। তাওহিদ হৃদয় (২৮), শান্ত (৪৪), অঙ্কন (৬) ও রিশাদ (৩) ব্যর্থ হন শেষ দিকে ইনিংস টানতে।

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ (১৭*) ও নুরুল হাসান সোহান (১৬) বাংলাদেশকে ২৯৬ রানে পৌঁছে দেন।

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার—৪১ রানে ৪ উইকেট।

এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো বাংলাদেশ। মিরাজের নেতৃত্বে তরুণদের ঝলক, ওপেনারদের দাপট এবং স্পিনারদের নিয়ন্ত্রণ—সব মিলিয়ে মিরপুরে এক স্মরণীয় জয়ের দিন উপহার দিল টাইগাররা।

কী রইল রেকর্ডবুকে:
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয় (১৭৯ রান)
দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি (১৭৬ রান – সৌম্য-সাইফ)
নাসুমের সেরা স্পেলগুলোর একটি (১১ রানে ৩ উইকেট)

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন