এক ওয়ানডে বাকি থাকতেই সিরিজ ভারতের হাতছাড়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:০৫, ২৩ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো না। এক ওয়ানডে হাতে রেখেই ভারতকে সিরিজ হারিয়ে দিয়েছে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে অনুষ্ঠিত দিনরাত্রির দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২২ বল হাতে রেখে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান তোলে ভারত। টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হন বিরাট কোহলি (০)। তবে রোহিত শর্মা খেলেন ৭৩ রানের দৃঢ় ইনিংস। শ্রেয়াস আয়ার (৬১) ও অক্ষর প্যাটেল (৪৪) দলের রান টেনে তোলেন।
অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট তুলে নেন ৬০ রানে। তরুণ পেসার জাভিয়ার বার্টলেট পান ৩ উইকেটের সাফল্য।
জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন ম্যাথিউ শর্ট ও কুপার কনোলি। শর্ট ৭৪ রানে এবং কনোলি ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে কিছুটা চাপ তৈরি করলেও ভারত শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। ৪৮তম ওভারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অজিরা।
ভারতের হয়ে অর্শদীপ সিং, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন।
বিশ্বকাপের পর থেকেই ওয়ানডেতে কিছুটা ছন্দহীন ভারতীয় দল। কোহলির ফর্মহীনতা এবং মিডল অর্ডারের অনিশ্চয়তা অজিদের বিপক্ষে স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে, নতুন নেতৃত্বে মার্শের দল একতাবদ্ধ হয়ে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছে। সিরিজের শেষ ম্যাচ এখন ভারতের জন্য শুধুই মান বাঁচানোর লড়াই।