শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

সিরিয়াল কিলার—ত্রৈলোক্যতারিণী দেবীর ভূমিকায় পাওলি দাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৩৮, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪২, ২৪ অক্টোবর ২০২৫

সিরিয়াল কিলার—ত্রৈলোক্যতারিণী দেবীর ভূমিকায় পাওলি দাম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম আবারও চমকে দিলেন দর্শকদের। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে ১৮৮০ সালের ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার—ত্রৈলোক্যতারিণী দেবী—র ভূমিকায়। চরিত্রটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে একজন যৌনকর্মীর ভয়ঙ্কর রূপান্তর ফুটে উঠেছে পর্দায়।

সিরিজটির গল্পে দেখা যাবে, সমাজের প্রান্তিক স্তর থেকে উঠে আসা এক নারীর জীবনের নির্মম বাস্তবতা কীভাবে তাকে অপরাধীর পথে ঠেলে দেয়। এই চরিত্রে অভিনয় নিয়ে পাওলি বলেন, “আমরা কোনোভাবেই অপরাধীদের গৌরবমণ্ডিত করছি না। প্রতিটি দৃশ্য খুব সূক্ষ্ম বিশ্লেষণের পরেই শুট করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “প্রত্যেক নারীর মধ্যেই নানা অনুভূতি থাকে—লোভ, হিংসা, খ্যাতি কিংবা ক্ষমতার আকাঙ্ক্ষা। কে কোন অনুভূতিকে গুরুত্ব দেবেন, সেটাই নির্ধারণ করে তার পথ।”

সমাজ কাকে ‘গণশত্রু’ বলে চিহ্নিত করবে—এই প্রশ্নে খানিক দ্বিধায় পড়ে যান অভিনেত্রী। মৃদু হেসে তিনি বলেন, “খুব কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া আরও কঠিন। এখন সাধারণ মানুষ অনেক সচেতন, তারা সবই বোঝেন, শুধু মুখ খুলছেন না।”

সম্প্রতি অরিত্র সেন পরিচালিত ‘জুলি’ চলচ্চিত্রেও এক যৌনকর্মীর রাজনীতিবিদ হয়ে ওঠার ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। তবে তিনি স্পষ্ট করেছেন—এই দুই চরিত্রের মধ্যে মিল শুধু পেশাগত পরিচয়ে।

“‘জুলি’ পুরোপুরি কাল্পনিক চরিত্র। তার স্বভাব, সাজ, আচরণ—সব আলাদা। আর ‘ত্রৈলোক্য দেবী’ বাস্তব। তার অপরাধী হয়ে ওঠার কারণটা দর্শক বুঝবেন তার দৃষ্টিকোণ থেকে।”

এর আগে ২০২৫ সালের ৭ মার্চ মুক্তি পেয়েছিল পাওলি অভিনীত সিনেমা ‘ছাদ’। রাহুল বন্দ্যোপাধ্যায়, অনুরাধা রায় ও রাজনন্দিনী পালও অভিনয় করেছিলেন এই ছবিতে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন