টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে রেল ভ্রমনে এনআইডি বাধ্যতামূলক
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৩, ২৪ অক্টোবর ২০২৫
সিলেটে রেল ভ্রমনে টিকিট কালোবাজারি ঠেকাতে ট্রেনে ভ্রমণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মাধ্যমে অভিযান শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব জানান, প্রথম দিনে দুই-তিনজন যাত্রীকে টিকিট ছাড়া পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীরা অভিযোগ করেছেন, ট্রেনের পেছনের বগিগুলোতে রেলের কর্মচারী ও রেলওয়ে পুলিশের সহায়তায় অনেক যাত্রী বিনা টিকিটে ওঠে। স্টেশনের পেছনের তিনটি গেট খোলা রাখার কারণে কালোবাজারি থেকে ট্রেনে বিনা টিকিটে যাত্রীরা অনায়াসে উঠতে পারছেন।
ট্রেনের পেছনের গেট ব্যবহার নিয়ে স্থানীয়রা বলেছেন, এটি রেলের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও রেল পুলিশ সিন্ডিকেটের কাজ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব বলেন, `প্রথম দিনে টিকিট ছাড়া দুই-তিনজন যাত্রীকে জরিমানা করা হয়েছে। পেছনের গেট খোলা রাখার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।‘
সিলেট রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম, রেল কর্মকর্তা, র্যাব, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
