শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরগুনায় ১৫০ জেলে আটক

৩৫ ট্রলার জব্দ

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৫, ২৪ অক্টোবর ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরগুনায় ১৫০ জেলে আটক

মা ইলিশ রক্ষায় জারি করা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ–পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় কিছু জেলে আগেভাগে নদীতে মাছ ধরতে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ দল পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলে আটক হন। পরে তাদের জয়ালভাঙা এলাকায় নিয়ে আসা হয়।

প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা ট্রলারগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবক দত্ত বলেন, `রাতভর অভিযান চালিয়ে জেলেদের হাতে নাতে ধরা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, `নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকেই তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।‘

গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০