শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

সাইফ-পুত্র ইব্রাহিমের উপর কেন চটলেন করণ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:০৯, ২৪ অক্টোবর ২০২৫

সাইফ-পুত্র ইব্রাহিমের উপর কেন চটলেন করণ

সাইফ আলি খানের মতোই বলিউডে অভিনয়ের মঞ্চে পা রেখেছেন তার ছেলে ইব্রাহিম আলি খান। তারকা-পুত্র বলে কথা—তার প্রথম ছবি ‘নাদানিয়াঁ’ মুক্তির আগেই ছিল প্রবল প্রত্যাশা। কিন্তু মুক্তির পর সেই উত্তেজনা মুহূর্তেই বদলে গেল হতাশা আর সমালোচনায়। অভিনয়, নায়িকার সঙ্গে রসায়ন, গল্প—সব দিক থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন নবাগত ইব্রাহিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই প্রথম ছবিকেই সরাসরি “খারাপ” বলে বসেন তিনি। ইব্রাহিম বলেন, খোলাখুলি বলছি, ওটা সত্যিই খুব খারাপ ছবি ছিল।

এই মন্তব্যেই নাকি ক্ষুব্ধ হয়েছেন ‘নাদানিয়াঁ’ ছবির সহ-প্রযোজক করণ জোহর। বলিউডের সূত্রে খবর, করণ এই মন্তব্য শুনে “মন খারাপ” করেছেন। কারণ, এই ছবির মাধ্যমেই ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন তিনিই। এমনকি প্রথম ছবি মুখ থুবড়ে পড়লেও, করণ তার পরের প্রোজেক্ট ‘সরজমিন’-এও ইব্রাহিমকে সুযোগ দেন।

করণ জোহরের এক ঘনিষ্ঠের কথায়,“করণ অকৃতজ্ঞতার সঙ্গে অপরিচিত নন। কিন্তু এই ঘটনার পর তিনি সত্যিই কষ্ট পেয়েছেন। অনেকেই তাকে ইব্রাহিমকে দ্বিতীয় সুযোগ না দিতে বলেছিলেন। তবুও করণ নিজের কথা রেখেছিলেন।”

আরও এক সূত্রের দাবি,“একটা ছবি না চললেই তাকে অস্বীকার করা যায় না। সাইফ আলি খানকেও তার প্রথম ছবি ‘বেখুদি’ থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কখনও তিনি সেই ছবির নামে খারাপ কথা বলেননি।”

যদিও ইব্রাহিম এই বিতর্কে মুখ খোলেননি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার সব ফোকাস এখন নিজের পরের ছবি ‘দিলের’-এর দিকে। তিনি বলেন, “আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের কাছে গিয়ে বলি, ‘এবার আবার একসঙ্গে কিছু করি।’ আমি তাঁকে গর্বিত করতে চাই।”

তবে ইব্রাহিমের এই মন্তব্যের পর করণ জোহরের প্রতিক্রিয়া এখনো আসেনি। কিন্তু বলিউডের অন্দরে জোর গুঞ্জন, সইফ-পুত্রের এই মন্তব্য হয়তো তাদের সম্পর্কের সুরেই বেসুরো নোট লাগিয়ে দিল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০